বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার প্রাণ-
বাংলা মায়ের বাতাস বুকে,
গাই বাংলার জয়গান।
নব্য সমাজ কেতায় মোড়া,
ঠাটবাট বাবুয়ানা-
বিদেশী ভাষায় স্ট্যাটাস বাড়ে,
বাংলাটা আর চলেনা।
দেখনদারি চলছে চলুক,
চারপাশে সব মেকি-
বিপদ এলে বাংলাতেই আজও
ঈশ্বরকে সবাই ডাকি।
বাহান্নর সেই রক্তাক্ত স্মৃতি-
মনকে আজও কাঁদায়,
বাংলাকে দিতে যোগ্য স্বীকৃতি
কত রফিক,জব্বার বলি হয়।
বাংলা ভাষায় কথা বলো তাই,
বাংলাকে করো সম্মান
বিদেশী ভাষার চটকদারিতে যেন,
হারায় না বাংলার মান।।
#আ-মরি বাংলাভাষা
#বিদিশা
0 Comments