সবটা দিয়ে ভালোবেসেছিল যারা || মেহেদী হাসান || বিদিশা । Sob ta diye valobese chilo jara

" সবটা দিয়ে ভালোবেসেছিলো যারা খোঁজ নিয়ে দেখো আজ ভালো নেই তারা। "💔🥀 ভালো না থাকার ঐ একটাই কারণ মানুষ যখন বুঝে যায় কেউ তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তখন সে আস্তে আস্তে তাকে গুরত্ব দেওয়া কমিয়ে দেয়। অবহেলা করতে শুরু করে।। মানুষ যখন বুঝতে পারে তার সাথে কথা বলাটা কোন একজনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। একদিন কথা না বলে থাকতে তার প্রচন্ড কষ্ট হয়। তখনই মানুষ অভ্যাস পরিবর্তন করে ফেলে। কথা বলা বন্ধ করে দেয়। মানুষ যখন বুঝতে পারে কেউ একজন তাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। নিজের আগে তার কথা ভাবে। তখনই মানুষ আস্তে আস্তে সেই মানুষটাকে প্রায়োরিটি দেওয়া কমিয়ে দেয়। একটা সময় হয়ত ঐ মানুষটা তার প্রায়োরিটি লিষ্টেই থাকে না। মানুষ যখন বুঝতে পারে কেউ একজন তাকে ছাড়া প্রচন্ড একাকিত্বে ভোগছে। মানুষ তখন তার একাকিত্বের সঙ্গী হয়ে তার পাশে দাঁড়ায় না। বরং দুরত্ব বাড়িয়ে তাকে আরও বেশি একাকিত্বে ঠেলে দেয়। গুরত্বের বিনিময় সবাই গুরুত্ব পায় না। কেউ কেউ গুরত্বের বিনিময় আরও বেশি অবহেলা পায়। তারপরও আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের হাজার অবহেলা করলেও আমাদের পক্ষে তাদেরকে এতটুকো অবহেলা করা সম্ভব হয় না। আঘাতের বিনিময় আঘাত সবাই দিতে পারেনা, বরং কেউ শুধু নিশ্চুপে সহ্য করে যায় ।

Post a Comment

0 Comments