শিক্ষার মূল্য আজ...(কবিতা) || বিদিশা মুখার্জী (চ্যাটার্জী) । shikhar mulyo aj

শিক্ষার মূল্য আজ কলমে ও কণ্ঠে - বিদিশা মুখার্জী (চ্যাটার্জী) Lyrics - উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেটি খুঁজছে একটি চাকরি, দিনের পর দিন চলে যায় অযথা তার সব ঘোরাঘুরি চাকরির পরীক্ষা অনেক দিয়েছে ভাগ্য দেয়নি সাথ, কোনোটা বাতিল কোথাও আবার আগেই ঠিকঠাক অসহায় হয়ে ঘুরছে ছেলে এ দ্বার হতে ও দ্বারে- ক্লান্ত পায়ে অবসন্ন মনে হতাশা এসে ভিড় করে। ঘরেতে তার অসুস্থ পিতা,উদাস চোখে শীর্ণ মাতা- অসহায় এই জীবন তাদের নেই কোনো পরিত্রাতা। সমাজের আজ এইতো রূপ শিক্ষা যেন মূল‍্যহীন, শিক্ষিত বেকার ঘুরছে পথে ডিগ্ৰি কাঁধে মুখ মলিন। অসাধু আর অযোগ্যদের উচ্চাসনে দেখছে সবাই, তাবেদারিতে সিদ্ধহস্ত জীবনে তাই খুশির রোশনাই। হতাশা নিয়ে চলছে আজ শিক্ষিত এই যুবসমাজ- বাঁচার তরে খুব দরকার তাদের যোগ্য একটা কাজ, আশা বুকে গুনছি প্রহর কাটবে কবে এই আঁধার, যোগ্যতার নিরিখেই যেদিন মূল্যবিচার হবে সবার।।

Post a Comment

0 Comments