লোকে কি বলবে?
জীবনটা যখন তোমারই, তোমার শরীরের ব্যথা যেমন কারো শরীরে অনুভূত হয়না!! তোমার মন খারাপ যেহেতু কারো মনে অনুভূত হয়না... তাহলে লোকে কি বলবে এটা মাথা থেকে ফেলে দাও। তোমার কান্না যেমন তোমার... তোমার ব্যক্তিগত সুখটাও তোমার। কে কি ভাববে সেসব ভাবনা নিয়ে জীবনে চলা যায়না... নিজের মনকে প্রাধান্য দাও!! মনের ঝড়ে তুমি একাই কাঁদো... কেউ সঙ্গ দিয়ে কাঁদেনা..!!
সো... থ্রো আউট ইউর ডিপ্রেশন ইন লোকাল ডাস্টবিন... প্রোটেক্ট ইউর সেল্প।
0 Comments