অ-ভালোবাসা
লেখা: কাওসার খান "সুখের দিনে যে ভালোবাসা আসে, দুঃখের দিনেই সে ভালোবাসা আবার চলে যায় তার আপন ঠিকানায়। ভালোবাসা আসে, ভালোবাসা যায়, স্মৃতির ঘুণপোকা হয়ে শুধু রয়ে যায় 'অ-ভালোবাসাটুকুই'।" . . প্রত্যেকটা সম্পর্কের যেমন নির্দিষ্ট কিছু নিয়মের বেড়াজাল থাকে। তেমনি থাকে একটা নির্দিষ্ট গন্তব্য। 'অ-ভালোবাসার' কোন নিয়মের বিধিনিষেধ নেই। . . 'তারা মৃত্যুর মতোই স্বাধীন'। তুমি বরং ভালোবাসা নয়, অ-ভালোবাসা হয়েই এসো আমার জীবনে। আমি একটা জীবন 'অ-প্রেমিক' হয়েই কাটিয়ে দিতে চাই। . . এইতো সেদিন, যখন পড়ন্ত বিকেলে জানালার গ্রীল ধরে খোলা চুলে, গা এলিয়ে দিয়ে বসে দক্ষিণা বাতাস গায়ে মেখেছিলে। হিমেল হাওয়ার সাথে হয়তো সেদিন তুমিও পাড়ি জমিয়েছিলে একটা সমুদ্র স্নানের অপেক্ষায়। কোন এক লবনাক্ত সন্ধ্যায়। . . আর আমি অ-প্রেমিক হয়েছি বলেই প্রতি নিয়ত কানে এসে বাজে। তোমার প্রিয় হৃদয় হরণ করা সে রবীন্দ্র সুর......... "মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেনো পাইনা" অ-ভালোবাসা কলমে- কাওসার খান কণ্ঠে- বিদিশা মুখার্জী(চ্যাটার্জী)

0 Comments