রাতের আঁধার কাটছে ক্রমেই,
আবছা আলোর আদর-
শহর,গাঁ সব ঘুমিয়ে আছে,
জড়িয়ে শীতের চাদর।
পুবের আকাশ হচ্ছে রাঙা,
কুয়াশা ঘেরা ভোর-
ঘুমিয়ে আছে ছোট্ট সোনা,
জড়িয়ে মায়ের বাহুডোর।
রস পাড়তে খেঁজুর গাছে,
উঠছে সেলিম মিয়া-
গন্ধে মাতাল আকাশ-বাতাস,
যাচ্ছে জানান দিয়া।
হাঁটতে বেড়োন সকাল বেলায়,
অনেক মানুষ শীতে-
মাঙ্কি টুপি,গরম চাদর,
খবর কাগজ হাতে।
দূরের জিনিস যায়না দেখা,
কুয়াশা ঘেরা ভোর-
মায়াবী রূপে শীতের সকাল,
লাগায় মনে ঘোর।।
#শীতেরসকাল
✍️বিদিশা
0 Comments