about me

আমি বিদিশা মুখার্জী(চ‍্যাটার্জী),পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা। আমার ঠিকানা উত্তর চব্বিশ পরগনা জেলার শ‍্যামনগর। আমি উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে। বৈবাহিক সূত্রে এখন দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ আমায় ভীষণভাবে টানে প্রতিনিয়তই। হারিয়ে যেতে চাই ডুয়ার্সের সবুজের মাঝে বা পাহাড়ের কোনো কোণে। কবিতা বলা বা লেখালেখির শখ ছোটবেলা থেকেই ছিল। স্কুলের দেওয়াল পত্রিকায় সরস্বতীপুজোয় লেখা প্রকাশের আনন্দ আজও মনে পড়ে যায়।
বিয়ের পর চাকরি সামলে সাংসারিক টানাপোড়েনে বেশ কিছুদিন আবৃত্তি করা বা লেখালেখি থেকে পুরোপুরি বিরত ছিলাম কিন্তু করোনাকালে স্কুল বন্ধ থাকাতে হাতে আবার যেন বেশকিছু সময় পেয়ে গেলাম। শুরু করলাম কবিতা আবৃত্তি ও লেখালেখি। আবার আগের আমিকে যেন খুঁজে পেলাম বহুবছ‍র পর। নিজের সময় সুযোগমতো একের পর এক কবিতা আবৃত্তির ভিডিও পোস্ট করতে থাকলাম সোশ্যাল সাইটে ,অনেকেই উৎসাহ দিতে থাকল। বেশকিছু পত্রিকায় লেখা পাঠালাম , তারা সম্মাননা সনদ পাঠালেন। আমার আগ্ৰহ এবার অনেকটাই বেড়ে গেল। এখন বেশিদিন আবৃত্তি করার সুযোগ না পেলে বা কিছু লিখতে না পারলে একদম ভালো লাগে না। আজ আমি চাকরি সামলে, সংসার-সন্তান সামলেও আবৃত্তি করা বা লেখালেখি একইসাথে চালিয়ে যেতে চাই।আমার কবিতা আবৃত্তি বা আমার লেখা আপনাদের ভালো লাগলে সেটাই হবে আমার পরম পাওয়া

Post a Comment

0 Comments